পৌরাণিক যুগ থেকে রাধা-কৃষ্ণের রোমান্টিক প্রেমকাহিনি মানুষ শুনে আসছে। রাধা-কৃষ্ণের সুন্দর প্রণয় কাহিনিতে রাধাকে সমাজ কলঙ্ক দিয়ে কলঙ্কিনী করেছে। রাধার অনুযোগে কৃষ্ণ সমাজের দেওয়া রাধার কলঙ্ক সরিয়ে সমাজের গায়ে লাগিয়ে রাধার কলঙ্কভঞ্জন তথা মানভঞ্জন করেছেন। সমাজ সংস্কারক কবি দ্বিজ কবিচন্দ্র বিরচিত রাধিকামঙ্গল গ্রন্থের মূল উপজীব্য রাধার মাহাত্ম্য বা মর্যাদা প্রতিষ্ঠা। এই গ্রন্থে চারটি পুঁথির সমীক্ষাত্মক গ্রন্থ-সম্পাদনা ও কাব্যসমীক্ষার মধ্যে দিয়ে পুঁথির পাঠ ও গ্রন্থের বিভিন্ন দিককে পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পরিশিষ্টে চণ্ডীদাস, উদ্ধবানন্দ প্রমুখ কবির রাধিকামঙ্গল সম্পর্কিত তথ্যও তুলে ধরা হয়েছে।
জন্ম হুগলী জেলায় পুড়শুড়া থানার ঘোলদিগরুই গ্রামে। বাংলাভাষা ও সাহিত্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক স্নাতক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও এম.ফিল এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচডি. ডিগ্রী লাভ। জাতীয় পাণ্ডুলিপি মিশন (NATIONAL MISSION FOR MANUSCRIPTS)-এর প্রাক্তন গুরুকুল স্কলার। চন্দননগর গভর্নমেন্ট কলেজের পার্ট টাইম অধ্যাপক ও রিষড়া, বিধানচন্দ্র কলেজ-এর চুক্তিভিত্তিক পূর্ণসময়ের অধ্যাপক হিসাবে কলেজে অধ্যাপনা চার বছর। বর্তমানে কর্মরত বিশ্বভারতী, রবীন্দ্রভবন লিপিকা পুঁথিশালায় টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট হিসাবে। বিভিন্ন গবেষণামূলক পত্র-পত্রিকা ও বইয়ের নিয়মিত গবেষক ও প্রাবন্ধিক। উল্লেখযোগ্য পত্রিকা- বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা, বিশ্বভারতী রবীন্দ্রভবনের রবীন্দ্রবীক্ষা পত্রিকা, রিষড়া সমাচার, অনুষ্টুপ পুঁথি সংখ্যা, অন্তর্মুখ, বিবেক পত্রিকা, নব রূপেশ্বর, রাঢ়ভাবনা, স্বপ্ননীড় প্রভৃতি।
পিএইচডি-র বিষয়- মধ্যযুগের বাংলা অনুবাদ-অনুসারী সাহিত্যের ধারায় নন্দকুমার রায় (সেন) বিরচিত হিতোপদেশপঞ্চালিকা: পুঁথি থেকে গ্রন্থ সম্পাদনা ও কাব্যসমীক্ষা। পুরস্কার দীনেশচন্দ্র সেন বিশেষ সম্মাননা ২০২৪, ‘চন্দ্রাবতী রামায়ণ’ সম্পাদিত গ্রন্থের জন্য।






Reviews
There are no reviews yet.