শ্রুতিমধুর স্বরবৈচিত্রই কাব্যগ্রন্থের শেষ কথা নয়। পাঠকদের মনে বিষয়ের পূর্ণ অর্থবোধ ও উপলব্ধির গভীরতার পরিতৃপ্তিদানেই কবিতা লেখা সার্থক হয়ে ওঠে। ‘শেষের দিনে’ কাব্যগ্রন্থে ফুটিয়ে তোলা হয়েছে তারই একক রূপরেখা। মানুষ জন্মগতভাবে বড় একা। পরিস্থিতি এবং সময়ের কাছে মানুষ চিরকালই পরাজিত। ছিন্ন-ভিন্ন কিছু বাস্তব জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি; বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি, আদব-কায়দা… অন্ধকারের স্নেহময় গর্ভ থেকে তুলে আনা এমনই কিছু টুকরো অনুভূতি ও উপলব্ধি নিয়ে তৈরি এই কাব্যগ্রন্থ।
একটা অন্ধকার রাত্রির পর যেমন সূর্য উদিত হয় ঠিক তেমনি জীবনে ঘটে যাওয়া অধ্যায়গুলির সমাপ্তির প্রাঙ্গণে নতুনত্বের শুরু। কিছু গল্পের সমাপ্তিটা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব তবে শেষের থেকে কোনও কিছুর নতুনত্ব দিয়ে জীবন শুরু করার আহ্লাদটা সত্যিই একটা বড় পাওয়া, সব কিছু শেষ হলেও শেষমেষ হাসিমুখটা একান্তই নিজের। গদ্যে কিংবা পদ্যে সবকিছুর মধ্যেই এক নতুনত্বের আলোড়ন থাকে। জীবনের চলার পথে অনেক কিছু করা কঠিন হয়ে ওঠে তবে অসম্ভব কোনও কিছুই না। সবুজ ঘাসের ওপর শিশির বিন্দু যেমন সকালের প্রাকৃতিক দৃশ্যকে প্রাণবন্ত ও মুগ্ধ করে তোলে, ঠিক তেমনি জীবনের গল্পটা হোক অন্যের মুগ্ধতা ও ভালোবাসাকে কেন্দ্র করে।
Reviews
There are no reviews yet.